বুধবার, জানুয়ারী ১২, ২০২২
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৭২ হাজার পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র কার্ড ভস্মিভূত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল জানান, উপজেলার ১০ ইউনিয়নে ভোটারদের মাঝে ইতোমধ্যে ৭২ হাজার ৫৩০ টি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এর বিপরীতে ভোটারদের কাছ থেকে পেপার লেমিনেটেড এনআইডি কার্ড ফেরত নেয়া হয়েছে। সেসব কার্ড সরকারী নিয়মানুযায়ী ভস্মিভূত করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, পুলিশের এসআই সাধন কুমার সহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
এমআই