মকবুল। মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রয়োজনে অপারেশন, শিশুরোগ বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে কম্বল বিতরণ অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনসহ কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়।
যমুনা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক - মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূর মোহাম্মদ সাবেক এমপি, বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক পরিচালক, মোঃ সিরাজুল ইসলাম ভরসা,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ ।
প্রধান অতিথি বক্তব্যে জানান গজারিয়া উপজেলাধীন ২২টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৫০০০, মাক্স বিতরণ, বিনামূল্যে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলাধীন বিভিন্ন মসজিদে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্স এবং যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ঘোষণা সহ ২ হাজার শীতার্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সময় জার্নাল/এলআর