এহসান রানা। ফরিদপুর প্রতিনিধি : স্বাধীনতার ৫০ বছর পর শহীদ বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমানের কবর চিহ্নিত করা হয়েছে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের কবরস্থানে তাঁর কবরটি চিহ্নিত হয়।
ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মাসুম পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার (১৪ জানুয়ারি) তাদের একটি প্রতিনিধি দল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের কবরস্থানে শহীদ বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমানের কবরটি চিহ্নিত করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা মহিদুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযুদ্ধা হাসান শেখ, বীরমুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, কমলাপুর কবরস্থানের পরিচালনা কমিটির অর্থ সম্পাদক গোলাম রসুল, নাকোল কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান, খুরশিদ আলম, সুভাষ চন্দ্র বিশ্বাস, মো. সজিব মোল্লা, মো. খালিদ হোসেনসহ প্রমুখ।
জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলার মধুখালী উপজেলা সীমান্তে ডুমাইন এলাকায় বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান পাকিস্তানী বাহিনীর শেলের আঘাতে শহীদ হন। কিন্তু স্থানীয়ভাবে তাঁর লাশ খুঁজে পাওয়া যায়নি। পরে স্বাধীনতার ৫০ বছর পর গত শুক্রবার (১৪ জানুয়ারি) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের কবরস্থানে তাঁর কবরটির সন্ধান মেলে।
প্রসঙ্গত, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ইয়ারউদ্দিন ফকিরের ছেলে শহীদ বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান। তাঁর মুক্তিবার্তা নাম্বার ০১০৮০৪০০৭০। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন এবং শহীদ হন।
সময় জার্নাল/আরইউ