কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ও প্রত্নতত্ত্ব বিভাগ।
রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ছেলেদের ফাইনাল খেলায় ২-১ সেটে জয়লাভ করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। প্রথম সেটে মার্কেটিং বিভাগ এগিয়ে থাকলেও পরবর্তীত ২ সেটে জয়লাভ করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। মেয়েদের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে প্রত্নতত্ত্ব বিভাগ ম্যানেজমেন্ট বিভাগকে ২-০ সেটে পরাজিত করে।
সময় জার্নাল/আরইউ