এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপির উদ্যোগে অসচ্ছল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে জিউধরা ইউনিয়নের সোনাতলা এলাকায় এতিম ও দলীয় নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি কেকে গ্রুপের চেয়ারম্যান কাজী খায়রুজ্জামান শিপনের জন্মদিন উপলক্ষে তেলীগাতি, পুটিখালি, চিংড়াখালী ও শরণখোলা উপজেলার কয়েকটি গ্রামে এতিমখানায় কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চু, জেলা ছাত্রদল নেতা মো. জাকির হোসেন, ফকির রাসেল আল ইসলাম মো. তারেক ফরাজি, নিশাত শিকদার, আল মামুম ও মানিক।
সময় জার্নাল/এলআর