নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের মাসদাইর এলাকায় তৈমুরের বাসভবনে যান তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন তৈমুরের স্ত্রী ফারজানা খন্দকার, কন্যা মার-ই-য়াম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
আইভী বলেন, আমি বলেছিলাম কাকার বাড়িতে যাবো, আসছি। আমি পুরো নির্বাচনেই বলে এসেছি রাজনীতির জায়গায় রাজনীতি পারিবারিক সম্পর্কের কোন ঘাটতি পড়বে না। কাজ করতে গেলে অবশ্যই পরামর্শ নিবো। আগেও অনেক পরামর্শ দিয়েছেন। বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। এই রকম পারিবারিক সহযোগিতা থাকবেই। আমরা সবাই নারায়ণগঞ্জের মানুষ।
তৈমুর আলম বলেন, মেয়র আইভীর বাবা আলী আহমদ চুনকার হাত ধরেই ছাত্রজীবন থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতেন, আমি তাকে ভাই বলতাম। তার মেয়ের পেছনে আমি আছি। এটা রাজনৈতিক ব্যাপার না এটা পারিবারিক ব্যাপার। আমি আইভীর দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। প্রশাসন হিসেবে, মেয়র হিসেবে সাফল্য কামনা করি।
সময় জার্নাল/এলআর