রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলার উত্তর বন্দরের গ্রামে সোনাভরি নদী থেকে এক বাকপ্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করেছে রৌমারী থানার পুলিশ।
মঙ্গলবার স্থানীয়রা সোনাভরি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তি বাকপ্রতিবন্ধী ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
প্রায় ১০ বছর আগে ওই ব্যাক্তি রৌমারীতে এসে ভারটেক্স স্কুলের বারান্দায় বসবাস শুরু করে। তার সঠিক পরিচয় কেউ নিশ্চিত করে বলতে পারে নি বলেও জানিয়েছেন পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ওসি তদন্ত আবু সাইদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হবে।
সময় জার্নাল/এলআর