সময় জার্নাল প্রতিবেদক :
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে সসভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম।
উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং সুষ্ঠু সবল পরবর্তী প্রজন্ম গঠনের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর রাজস্ব-খাতের অর্থায়নে শহর অঞ্চলে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী’ বাস্তবায়ন করছে । কর্মসূচির আওতায় দরিদ্র কর্মজীবী গর্ভবতী ও দুগ্ধদায়ী মা’দেরকে সরকার নির্ধারিত হারে ভাতা প্রদানের পাশাপাশি শিশুর সঠিক পরিচর্যায় মা'দের ভূমিকা, শিশু স্বাস্থ্য খাদ্য ও পুষ্টিমান ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে অবস্থিত বিজিএমইএ ও বিকেএমইএ এর পোশাক কারখানাসহ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় কর্মসূচি পরিচালিত হচ্ছে।
সময় জার্নাল/ইএইচ