মকবুল, গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় নিউ হোপ শিল্প-কারখানার বিপরীত পাশে যাত্রীবাহী বাস ও খোলা সিমেন্ট বহনকারী ক্যারিয়ার বাল গাড়ির সংঘর্ষে নিহত ১ ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী দাউদকান্দি হাইওয়ে মিনিবাস কে পিছন থেকে খোলা সিমেন্ট বহনকারী গাড়ির ধাক্কায় দুইটি গাড়ি খাদে পড়ে এ ঘটনা ঘটে।
নিহত মহিলা যাত্রী দিল নাহারের চাচাতো ভাই আখলাকুল জানান সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ থানা, সুকদেবপুর গ্রামের মৃত মনপুর আলীর মেয়ে। সে বাউশিয়া ইউনিয়ন বক্তার কান্দি গ্রামে দুই মেয়ে এক ছেলে নিয়ে ভাড়া থাকেন । দিল নাহার কাসেম আলী স্পেলিং মিলের শ্রমিক ।
দুপুরের খাবার বিরতির সময় বাসা থেকে খাবার খেয়ে কর্মস্থলে যোগদান করতে এসে রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবেরচর শাখা, সেক্টর টিম লিডার, সাইদুর রহমান জানান আনোয়ার সিমেন্ট কোম্পানির সিমেন্ট বাল ক্যারিয়ার,যা খোলা অবস্থায় সিমেন্ট বহন করে গাড়ি ,ঢাকা মেট্রো শ ১৪ ০৬৫০ ও হাইওয়ে মিনিবাসের সংঘর্ষের ঘটনায় নারী-পুরুষ আহত ১১ জনকে উদ্ধার করা হয়েছে । তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুই গাড়ি চাপা অবস্থায় একজন মহিলা যাত্রী এখনো উদ্বার চেষ্টা চলছে।
সময় জার্নাল/এলআর