বুধবার, জানুয়ারী ১৯, ২০২২
মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: ইউপি চেয়ারম্যানের সাথে মনমানিল্যের জেরে বিনা নোটিশে ও কারণ ছাড়াই এক গ্রাম পুলিশকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাকরি ফিরে পেতে হিলিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আবদেন করেছেন ওই গ্রাম পুলিশ ফারুক হোসেন।
হিলির পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো: ফারুক হোসেন হাকিমপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২ জানুয়ারী থেকে মহল্লাদার (গ্রাম পুলিশ) পদে চাকরি করে আসছিলেন।
চাকরিরত অবস্থায় একটি দৈনিক পত্রিকায় ভিজিডি কার্ডের চাল বিতরণে পরিমান কম দেওয়ার সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ঘটনায় ইউপি চেয়ারম্যান তাকে সন্ধেহ করে। এনিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে তার মন মানিল্য দেখা দেয়।
হঠাৎ করে কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই কাগজপত্র বা নোটিশ ছাড়াই তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরি ফিরে পেতে গ্রাম পুলিশ ফারুক হোসেন জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী অফিসার বরাবরে একাধিকবার আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এমনকি তাকে কি কারনে চাকরি চ্যুত করা হয়েছে তাও তাকে জানানো হচ্ছেনা।
চাকরি হারিয়ে গ্রাম পুলিশ ফারুক হোসেন কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থায় মা, স্ত্রী ও ২ পুত্র নিয়ে খুব কষ্টে মানবেতর জীবন যাপন করছে। তার চাকুরী চলমান করার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের নিকট তিনি আকুল আবেদন জানিয়েছেন।
এমআই