বুধবার, জানুয়ারী ১৯, ২০২২
মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮৩ তম সিন্ডিকেট সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সভা স্থগিত হওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, অনিবার্য কারণবশত ৮৩ তম সিন্ডিকেট সভাটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
৮৩ তম সিন্ডিকেট সভাটি ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সর্বশেষ সিন্ডিকেট। এদিকে কুবিতে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩০ জানুয়ারি বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হবে।
উল্লেখ, গতকাল বুধবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহেরকে রেজিস্ট্রার পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা।
এমআই