সময় জার্নাল ডেস্ক : কুমিল্লার সিভিল সার্জন, জেলা ইউএইচএফপিও ফোরাম'র উপদেষ্টা ও কেন্দ্রীয় ইউএইচএফপিও ফোরাম'র আহবায়ক ডা. মীর মোবারক হোসাইন দিগন্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরেছেন জেলা ইউএইচএফপিও ফোরাম'র নবনির্বাচিত কমিটির সদস্যরা। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ে সাক্ষাৎকালে ফোরাম'র নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরাম'র নবনির্বাচিত কমিটির সভাপতি ডা. কামরুল হাসান সোহেল ( ইউএইচএফপিও, বরুড়া, কুমিল্লা), সাধারণ সম্পাদক ডা. শামসাদ রব্বানী খান (ইউএইচএফপিও, আদর্শ সদর উপজেলা,কুমিল্লা), নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্য ডা. মোহাম্মদ আশরাফুর রহমান (ইউএইচএফপিও, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা), ডা. মীর হোসেন মিঠু (ইউএইচএফপিও, বুড়িচং,কুমিল্লা), ডা. নাজিয়া বিনতে আলম (ইউএইচএফপিও, লাকসাম, কুমিল্লা)।
আরো উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি এবং বর্তমানে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. আহমেদ কবীর (সাবেক ইউএইচএফপিও, দেবিদ্বার, কুমিল্লা) ডা. সরফরাজ খান (ইউএইচএফপিও, তিতাস, কুমিল্লা), ডা. মোঃ জালাল হোসেন, (ইউএইচএফপিও, মেঘনা, কুমিল্লা), ডা. মোহাম্মদ নাজমুল আলম (ইউএইচএফপিও, মুরাদনগর,কুমিল্লা), ডা. আবুল কালাম আজাদ মল্লিক (ইউএইচএফপিও, মনোহরগঞ্জ, কুমিল্লা), ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, (ইউএইচএফপিও, কুমিল্লা)।
সময় জার্নাল/ইএইচ