সময় জার্নাল প্রতিবেদক : চকরিয়ার বদরখালীর প্রথিতযশা শিক্ষক মৌলানা গোলাম শরীফের সহধর্মিনী ২০১৪ সালে বিশ্ব মা দিবসে জাতীয় পর্যায়ে রত্নগর্ভা অ্যাওয়ার্ডে ভূষিত ধর্মপ্রাণ ও পরোপকারী আয়েশা বেগম (৬৬) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আয়েশা বেগমের ৬ ছেলেই শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে স্ব স্ব কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তার প্রথম সন্তান জিএম মুহাম্মাদ গিয়াস কাদের শীর্ষ স্থানীয় ব্যাংকার, দ্বিতীয় সন্তান ড. ফরিদুদ্দিন ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত, তৃতীয় সন্তান আফতাব উদ্দিন কাদের কায়ছার যুক্তরাজ্যে কর্মরত, চতুর্থ সন্তান মো. বাহার উদ্দিন কাদের সিনিয়র ব্যাংকার, পঞ্চম সন্তান সালাহ উদ্দিন কাদের মতিন সিনিয়র মার্চেন্ডাইজার ও ষষ্ঠ সন্তান মহি উদ্দিন কাদের অদুল সাংবাদিকতা ও শিক্ষকতায় কর্মরত।
শুক্রবার চকরিয়ার বদরখালীতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এসএ