দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জায়গা দখলে বাঁধা দেওয়ায় হিন্দু পরিবারের ২ নারী ৪ পুরুষ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ দখলদারের লোকজন। এসময় ওই পরিবারের বাড়ি ঘর ভাংচুরসহ স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তারা। আহতদের মধ্যে আশঙ্খাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর দিন গুনছে গৃহবধূ অনিতা বাইন।
ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এম ফোরকান আলীকে প্রধান আসামীসহ ১০জন নামাঙ্কিত ও ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে আদালতে মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের জেষ্ঠ্য সদস্য অনিল বাইন।
মামলার বিবরন ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার ৫নং ডুমুরিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনায় বি এম ফোরকান আলীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সাথে তার সংশ্লিষ্ট তার কথা অস্বীকার করে জানান, আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। এ বিষয়ে আমি কিছুই জানিনা। তবে আমি শুনেছি আমার বাড়ি গিমাডাঙ্গা হতে ১৫ কিলোমিটার দূরে তারাইলে এমন একটি ঘটনা ঘটেছে। তারপরেও কি করে আমি আসামী হয়েছি জানিনা।
সময় জার্নাল/এলআর