সময় জার্নাল ডেস্ক :
"মানুষ মানুষের জন্য"- এই শ্লোগানে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত গরীব অসহায় ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ালো বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম, ইউওডা শাখা ও জেসিআই ঢাকা ইউনাইটেড নামের দুটি সংগঠন।
বৃহস্পতিবার দিবাগত রাতে কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মামুন-আল-মাহতাব স্বপ্নীল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি জনাব হারুন অর রশিদ, জেসিআই ঢাকা ইউনিটের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান গাজ্জালী, ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা সারারাত ঘুরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেন।
এ প্রসঙ্গে সংগঠন দুটির সমন্বয়ক বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত বলেন, সারা বছর পেশার খাতিরে ফার্মাসিস্টরা মানুষের সেবায় নিয়োজিত ছিলো, আছে এবং থাকবে। ফার্মাসিস্টরা শুধু ঔষধ উৎপাদন না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়েছে, নতুনভাবে এই বছর যোগ হয়েছে জেসিআই ঢাকা ইউনাইটেড। মানব সেবার এই উদাহরন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সময় জার্নাল/ইএইচ