মুন্সিগঞ্জ প্রতিনিধি। জেলার গজারিয়া উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক ও প্রকৌশলী মামুনুর রশিদ।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গজারিয়া, ইসমানিরচর, হোসেন্দী ইউনিয়নের টানবলাকী ও বলাকী বাজার এলাকায় প্রায় ৪৫০টি শীতার্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, হোসেন্দী বাজার এলাকায় অবস্থিত বলাকী উচ্চ মাধ্যমিক স্কুলের নতুন ভবন নির্মাণ করা হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণসহ নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খোকন, অধ্যাপক ইব্রাহিম, ইউপি সদস্য নবী সরকার ও সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।
সময় জার্নাল/আরইউ