কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে রুটিন হওয়া এবং চলমান সকল পরীক্ষা সশরীরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলমান রাখার নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সশরীরে পরীক্ষার দাবিতে মানববন্ধনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে সশরীরে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করার প্রেক্ষিতে শিক্ষার্থীদের আজকের এই মানববন্ধন।
এ বিষয়ে অধ্যাপক আবু তাহের বলেন, রুটিন হওয়া এবং চলমান সকল পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে। শ্রেণি কার্যক্রম যাতারীতি অনলাইনে চলমান থাকবে। আগামী ৬ ফেব্রুয়ারির পর সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় মন্ত্রী পরিষদ কতৃক জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি বন্ধ ঘোষণা করা হয়।
সময় জার্নাল/এসএ