অশ্রু কণা
কারণে অকারণে কেন ঝড়ে পড় তুমি অশ্রু কণা,
হারিয়েছো কি হৃদয়ের পৃন্ডটুকু
যে কারণে আঁকতে পার না আর
সুখ ছোঁয়া আলপনা।
ও আমার বিষাদ ময় অশ্রু কণা.।।।
দোহায় লাগে কেদনা আর
কেদনা তুমি,,,
এই তো সূর্যাস্তের শেষ বেলা,
দেখ না একটু একটু করে ঘনিয়ে আসছে আধার
চারিদিকে যেন আপনেত্তের মেলা...।।।
ভয় পেওনা অশ্রকণা,,,
এ তোমাকে শুকা তে দিবে না.
উন্মুক্ত হৃদয় উজাড় করে তোমায়
আগলে নিবে বুকে।।।
তোমার নির্লিপ্ত অশ্রু কণা গুলো
আঁধারের বুকে নিবে শুষে...
ইচ্ছে মত কষ্ট গুলো তোমার
তার বাম পাশে রেখে দিও পোষে...
শুধু এই অবেলায় আর জড়িও না তোমার
রং হীন পুষ্প দানা...।।।
ও আমার ধূসর কালো অশ্রু কণা।
সময় জার্নাল/এমআই