মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি: সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকা হিলি স্থলবন্দরের প্রধাণ সড়ক গুলো দ্রুত সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিলি হাকিমপুর নাগরিক কমিটি।
আজ সোমবার বেলা ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি বলেন, সরকার হিলি স্থলবন্দর থেকে প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব আদায় করলেও সংস্কারের অভাবে বছরের পর বছর ধরে হিলির প্রধান সড়ক গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এসব রাস্তায় যান চলাচলে যেমন সমস্যা হচ্ছে তেমনি জানযটসহ সড়কে দিন-দিন দূর্ঘটনা বাড়ছে।
ভাঙ্গা রাস্তা গুলো আগামী ১৫ দিনের মধ্যে সংস্কার কাজ শুরু করা না হলে আগামীতে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচী ঘোষনা করা হবে।
সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির আহ্বায়ক সামসুল হুদা খানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআই