এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে শনিবার মাগরিববাদ প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। আহত স্ত্রী ফরিদা বেগম (৪২) ও স্বামী মজিবর রহমানকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রক্তাক্ত জখম স্ত্রী ফরিদা খাতুনের অবস্থা গুরুতর।
অভিযোগে জানা গেছে, মজিবর রহমানের সাথে প্রতিবেশী প্রতিপক্ষের সাথে বাড়ির সীমানা নিয়ে দ্বন্ধ চলে আসছে। প্রতিপক্ষরা তাদের চলাচলের পথ আটকিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে। এ নিয়ে দ্বন্ধের জের ধরে ঘটনার দিন মজিবর রহমানে বাড়িতে অনাধিকার প্রবেশ করে কুপিয়ে স্ত্রী ফরিদা বেগমকে রক্তাক্ত জখম ও তাকে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/এলআর