মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য ২২ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বন্ধ হলেও বন্ধ হয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (বেসরকারি সংস্থা সীডো) দ্বারা পরিচালিত জামালপুর জেলায় ২৮০ টি শিক্ষা কেন্দ্র।
জানা যায়, জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ২৮০টি শিক্ষা কেন্দ্র। এ শিক্ষা কেন্দ্রে প্রতিদিন পাঠদান চলে ৩ ঘন্টা।
সীডোর নির্বাহী পরিচালক এডভোকেট নুরুন্নবী ভূইয়া বলেন, অধিদপ্তর থেকে চিঠি পেলে আমরাও বন্ধ করে দিবো। আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী দুই-এক দিনের মধ্যে বন্ধের সিদ্ধান্ত আসতে পারে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান পলাশ জানান, অফিসিয়ালি আমরা এখনো স্কুল বন্ধের নির্দেশ পাইনি। নির্দেশ পেলে বন্ধ করে দেওয়া হবে।
সময় জার্নাল/এলআর