সময় জার্নাল ডেস্ক। জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু ফেনীর খাজা আহমেদের মতো শান্ত মানুষকে গভর্নর হিসেবে বেছে নিয়েছিলেন।
সোমবার জানুয়ারি (২৪ জানুয়ারি) মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এ কথা বলেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, রংপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম রলি।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন, ভারতের টেলিভিশন ব্যক্তিত্ব ও কলামিস্ট পিনাকী ভট্টাচার্য এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন, ছোলমাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আফরোজা বেগম নীলা।
প্রধান অতিথির বক্তৃতায় আব্দুস সাত্তার দুলাল বলেন, বঙ্গবন্ধু সর্বদা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর অনুসারীদের প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে যুক্ত হওয়া।
পিনাকী ভট্টাচার্য বলেন, শুধু বাংলাদেশ নয় বৃহত্তর উপমহাদেশে তিনি ধর্ম নিরেপেক্ষ ও মানবিক রাষ্ট্রগঠনের সফল প্রবক্তা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হতে হবে সবাইকে।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ অর্ণব।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক কাজী ফারজানা ইয়াসমিন ও সোনালী ব্যাংকের কর্মকর্তা ই এন রুমা
সময় জার্নাল/আরইউ