এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া গ্রামের ফাঁকা মাঠ থেকে এক কিশোরীর আগুনে ভস্মীভূত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া গ্রামের গাজীর চক থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা ব্যাগ ভর্তি ১০/১২ বছরের অজ্ঞাত কোন কিশোরীকে হত্যার পর লাশ পেট্রোল ঢেলে আগুনে পুড়ানো হয়।
কৈজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ নুর উদ্দিন বলেন, সকালে স্থানীয় কৃষকরা পুড়া লাশটি থেকে আগুনে ধোয়া দেখতে পেয়ে এলকাবাসীকে খবর দেয়। ধারণা করা হচ্ছে হত্যার পর সুটকেস জাতীয় ব্যাগভর্তি লাশটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ভস্মীভূত লাশটি দেখে মনে হচ্ছে কিশোরী।
পশ্চিম বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাজী তারেক বলেন, বিলনালিয়া গ্রামের পিছনের মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন কিশোরীকে হত্যার পর সুটকেস জাতীয় কোন লাগেজ ভর্তি লাশটি পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মহিলা) লিপি ইয়াসমিন জানান, সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত শেষ রাতের দিকে লাশটিতে আগুন দেওয়া হয়। লাশের নিচের অংশ এবং পুরো শরীর পুড়ে ছাই হয়ে গেছে। মাথার সামান্য অংশ ও চুল দেখে ধারণা করা হচ্ছে এটা কোন কিশোরী লাশ।
ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক ( এস আই) সংকর কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পুড়া ছাই ও লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১০/১২ বছরের কোন কিশোরীর লাশ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, সিআইডির ক্রাইমসিন টিম, পিবি আই এর টিম ঘটনাস্থলে পৌঁছে৷ মরদেহে পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি এবং পিবিআই আলামত সংগ্রহ করছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনাটি তদন্তে নেমেছে।
এমআই