বুধবার, জানুয়ারী ২৬, ২০২২
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুলকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গত ২৩ জানুয়ারী লালমনিরহাট যুগ্ন দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ মারুফ হোসেন এ কারাদন্ড প্রদান করেন। একই সাথে যুবলীগ সভাপতি হামিদুলের ৮ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ডও করেন ওই আদালত। হামিদুল ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামের আঃ লতিফ’র পুত্র বলে জানা গেছে।
প্রাপ্ত রায়ের আদেশ কপি ও মামলা সুত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুলের কাছে ব্যবসায়িক কারণে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম ১৭ লক্ষ ৭৫ হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘ দিনেও টাকা না পেয়ে ২০২০ সালের ২৫ আগষ্ট লালমনিরহাট যুগ্ন দায়রা জজ দ্বিতীয় আদালতে মামলা করেন মোরশেদ আলম। মামলাটির র্দীঘ সাক্ষ্যপ্রমাণ শেষে গত ২৩ জানুয়ারী রায় প্রদান করেন আদালত।
ওই রায়ে লালমনিরহাট যুগ্ন দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ মারুফ হোসেন মামলার আসামী যুবলীগ সভাপতি আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুলের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে যুবলীগ সভাপতি’র ৮ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড করেন ওই আদালত। আসামী আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। মামলাটি বাদীর হয়ে রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন সাইদ-ই- হাকিমুল ইসলাম এপিপি ও আসামী পক্ষে পরিচালনা করেন এ্যাড সুমনা খাতুন।
লালমনিরহাট জজ আদালতের এপিপি সাইদ-ই- হাকিমুল ইসলাম জানান, বাদী মোরশেদ আলমের মামলায় আসামী আব্দুল হামিদ সরকার লেবু ওরফে হামিদুলের ১ বছরের কারাদন্ড ও সভাপতি’র ৮ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড করেছেন আদালত। এ ছাড়া আগামী ১ মাসের মধ্যে ওই টাকা পরিশোধের নির্দেশও দিয়েছেন আদালত।
সময় জার্নাল/এলআর