বুধবার, জানুয়ারী ২৬, ২০২২
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া সাব রেজিস্ট্রি অফিসের অস্ত্রের মহড়া, চাঁদাবাজ, অস্ত্রধারীদের গ্রেফতার এবং দলিল লেখক ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে দলিল লেখক ও পৌর যুবলীগ এর ব্যানারে উপজেলার মালঞ্চি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির একাংশের কোষাধ্যক্ষ জিন্নাত আলী, পৌর যুবলীগ নেতা মিজানুর রহমান, সমিতির একাংশের সভাপতি রুহুল আমিন সরদার, সদস্য আবু বাক্কার সিদ্দিকী, আলফাজ উদ্দিন, রিয়াজুল ইসলাম রিয়াজ সহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, তারা দলিল লেখক সমিতিকে চাঁদাবাজমুক্ত দেখতে চায়। কিন্তু চাঁদা না পেয়ে সেখানে বহিরাগতরা দ্বারা হামলা কারীদের বিচারও চান তারা।
উল্লেখ্য: এর আগে গত রোববার নাটোরের বাগাতিপাড়া সাব-রেজিস্ট্রার অফিসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র হামলার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। এ ঘটনায় মামলা হলে কয়েকজনকে আটকও করেছে তবে পুলিশ। তবে ওই হামলার পর থেকে সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে।
সময় জার্নাল/এলআর