বুধবার, জানুয়ারী ২৬, ২০২২
মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মসজিদে মসজিদে গিয়ে নামাজ শেষে নিজের অসুস্থতার কথা বলে প্রতারণার মাধ্যমে মুসল্লিদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে কুমিল্লার ফরিদ উদ্দীন মিয়া নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় সেবার নং ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সদর থানা পুলিশ মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোডমোড়স্থ বুশরা হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রতারক মোঃ ফরিদ উদ্দীন মিয়া (৫২) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বলেশ্বরী গ্রামের মৃত আব্দুল গণি মিয়ার ছেলে।
জানা যায়. মোঃ ফরিদ উদ্দিন মিয়া দিব্যি সুস্থ রয়েছেন, তবুও বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের পর নিজের কিডনি নষ্ট হয়ে গেছে বলে সাহায্য চেয়ে মাসে মোটা টাকা রোজগার করেন। লোকটি গত কয়েকদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন মসজিদে গিয়ে তার একটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে বলে সাহায্যের আবেদন করেন।
সাতক্ষীরা শহরের বুশরা হাসপাতালের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ জানান, গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের পলাশপোল মসজিদে আসরের নামাজ শেষে ঈমাম সাহেবের আহবানকে শ্রদ্ধা রেখে চিকিৎসার জন্য সাহায্য প্রার্থী ফরিদ উদ্দীনকে কিছু টাকা দান করি। আমিও বাকি নামাজ শেষে বাইরে এসে ওনাকে প্রশ্ন করি আপনার কি সমস্যা? তিনি জানালেন তার একটা কিডনি নষ্ট। আমি ওনাকে বললাম কালেকশন শেষে আমার হাসপাতালে আসেন আপনাকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, লোকটি যা করেছে সেটা অন্যায়। এমনভাবে প্রতারণা করার জন্য পুলিশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা দায়েরের পর বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগাওে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
সময় জার্নাল/এলআর