ক্যাম্পাস প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের নাম ফুটবলে লিখে ‘উপাচার্য বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ খেলে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘আজ মুক্তমঞ্চ’-এর সামনে এ ‘উপাচার্য বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়।
সেখানেই দেখা যায়, ফুটবলের উপর ভিসির নাম 'ফরিদ' লেখা। আর সেই বল দিয়েই খেলেছে শিক্ষার্থীরা।
এর আগে গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ৭ দিনের অনশন ভেঙে অবরোধ তুলে নিয়ে ভিসির বাসভবনের মূল ফটক খুলে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
অনশন ভাঙলেও শাবিপ্রবির উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়া হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে।
এমআই