পোড়ামনের ক্লান্তি
- মাহজাবীন আহমেদ
যে রাত দু'চোখের ঘুম কেড়ে নিয়ে
বিশ্বাসে বাধা আশা ভেঙে দিয়ে
ব্যথার অশ্রুপ্লাবনে প্রতিশ্রুতি ভাসিয়ে দেয়
সে রাতের সমাপ্তিতে ভোরের ছোঁয়ায়
দিবালোকের দয়া আমি চাই না।
দিনের দেয়ালে, খেয়ালি খেয়ালে
অনেকেই যেমন আবেগী রঙিন ছবি আঁকে
আমি তেমন কেউ না, আমি তেমন কেউ না!
আমার নেই কিছু হারাবার, পিছু ডাকে কেউ নেই ফেরাবার ,
দিন শেষে আমি আর সময় হয়ে যাই নিঃসঙ্গতার!
রাতের আধার ঘিরে চলে সময়ের হাহাকার!
স্বার্থেভরা ব্যস্ততার এই শহরে, সংসারে
আধার রাতটা শুধুই আমার একার, বড় বেশি নিঃসঙ্গতার!
গোটা পৃথিবীর আধারগ্রাসে সমাধি পাহাড়
প্রতি রাতেই বুকের পাঁজরে আঘাত হানে,
নিঃশ্বাস বন্ধকরা নির্মম আয়োজনে,
অসহ্য যন্ত্রণায় ছটফট করে করে পোড়ামন জড়ায় ক্লান্তির কাফনে।
এমনি করেই প্রতিদিন পড়ে থাকে কতো জীবিত লাশ, জানা-অজানা।
রাতশেষে তবুও শোনেনা কেউ সে অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘোষণা।