দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
করোনার সংক্রমণ বৃদ্ধি জনিত কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স দর্শনার্থীদের পরিদর্শন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে এমন একটি ব্যানার জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের প্রধান ফটকে টাঙানো হয়েছে।
ব্যানারে বলা হয়েছে, করোনার সংক্রমণ বৃদ্ধি জনিত কারণে ২৮ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের আদেশক্রমে সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে।
দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের কিউরেটর নুরুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে দুই সপ্তাহের জন্য সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। আগামীতে করোনা পরিস্থিতির অবনতি না হলে দর্শনার্থীদের প্রবেশধিকার বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।
সময় জার্নাল/এলআর