বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেল

শুক্রবার, জানুয়ারী ২৮, ২০২২
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেল

সময় জার্নাল প্রতিবেদক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।  সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বার জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। 

শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে গণমাধ্যমকর্মী ও পদপ্রার্থীদের সামনে নির্বাচনের ফল ঘোষণা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। তিনি জানান, ভোট বাতিল হয়েছে ১০টি।

সভাপতি পদে জয়ী ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন ১৬৩ ভোট।

সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ও মাসুম পারভেজ রুবেল (১৯১) জয়ী হয়েছেন। এ পদে ১৫৬ ভোট পেয়ে হেরেছেন রিয়াজ ও ১১২ ভোট পেয়ে হেরেছেন ডি এ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইমন সাদিক (২১২)। তাঁর প্রতিদ্বন্দ্বী সুব্রত পেয়েছেন ১২৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর ১৮৪ ভোট পেয়ে জিতেছেন, ১৫৫ ভোট পেয়ে হেরেছেন আলেকজান্ডার বো। 

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ২০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, ১৩৪ ভোট পেয়ে হেরেছেন নিরব।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ২০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন, ১৩৬ ভোট পেয়ে হেরেছেন জাকির হোসেন।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আরমান, ১০৭ ভোট পেয়ে হেরেছেন জ্যাকি আলমগীর।

কোষাধ্যক্ষ পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজাদ খান, ১৪৬ ভোট পেয়ে হেরেছেন ফরহাদ।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা সুলতানা (২২৫), রোজিনা (১৮৫), অরুণা বিশ্বাস (১৯২), সুচরিতা (২০১), আলীরাজ (২০৩), মৌসুমী (২২৫), চুন্নু (২২০) আর কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস (২৪০), কেয়া (২১২), জেসমিন (২০৮) ও অমিত হাসান (২১৭)।

কার্যকরী সদস্য পদে যাঁরা হেরেছেন—আফজাল শরীফ ১৬৩, আসিফ ইকবাল ১৬৮, গাঙ্গুয়া ৯৯, ডন ১১০, নাদির খান ১৭৯, নানা শাহ ১৬২, পরী মণি ৭৯, বাপ্পারাজ ১১৭, রবিউল ইসলাম হরবোলা ৪৭, শাকিল খান ৭৯, সাংকো পাঞ্জা ৮২, সিমান্ত ১৭৩ ও হাসান জাহাঙ্গীর ১১১ ভোট।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল