জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
মহা পবিত্র বিশ্বওরশ শরীফ-২০২২ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে যুব ফ্রন্টের কেন্দ্রীয় মিশন আগমন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় মিশন এ মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন।
আলোচনা সভায় জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও জেলা যুব ফ্রন্টের সভাপতি মাহবুবুর রহমান ডালিমের সভাপতিত্বে অন্য সদস্যরা বক্তব্য রাখেন। এসময় মহা পবিত্র উরশ শরিফ-২০২২ কে সফল করার জন্য বিভিন্ন আলোচনা করা হয়। উরস শরিফ এ জাকের পার্টির সদস্যদের করনীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া করা হয় এবং তোবারক বিতরণ করা হয়।
সময় জার্নাল/এলআর