মাহবুবুল হক খান। দিনাজপুর প্রতিনিধি: জেলার সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারনায় ব্যস্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। শনিবার দিবাগত রাত ১২টায় প্রচারনা শেষ হবে। এই নির্বাচনে একজন নারী প্রার্থী নিয়ে চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থীসহ মোট ৫২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। পরিষদ নির্বাচনে ষষ্ঠ দফায় সদর উপজেলায় ৩১ জানুয়ারী সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার দিবাগত রাত ১২টায় প্রচারনা শেষ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল জানান, সদর উপজেলার ১০টি ইউনিয়নে একজন নারী প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী, সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ১৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৫ জন প্রার্থীসহ মোট ৫২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
১নং চেহেলগাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাদশা (আনারস প্রতিক), আওয়ামী লীগের মোঃ কাসেম আলী (নৌকা প্রতিক) ও মোঃ রেজাউল ইসলাম রেজা (মটরসাইকেল প্রতিক)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৫ জন সাধারণ পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
২নং সুন্দরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন-আওয়ামীলীগের প্রার্থী অশোক কুমার রায় (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু বকর সিদ্দিক (চশমা), মোঃ আব্দুল লতিফ (আনারস), মোঃ খুরশীদ আলম (মটরসাইকেল) ও মোঃ রবিউল ইসলাম (অটোরিকসা)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৫ জন সাধারণ পদে ৪১ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
৩নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন-আ’লীগের অভিজিৎ বসাক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ মোমিনুল ইসলাম (চশমা), মোঃ সাখাওয়াত হোসেন (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (মটর সাইকেল)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৫ জন সাধারণ পদে ৩০ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
৪নং শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী মোঃ আজগার আলী (চশমা), মোঃ আরিফ আলী তালুকদার ডাবলু (আনারস), মোঃ ওমর ফারুক তালুকদার (অটোরিক্সা), মোঃ জুলফিকার আলী (মটর সাইকেল) ও আ’লীগের বর্তমান চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম (নৌকা)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১১ জন সাধারণ পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
৫নং শশরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মোঃ মিজানুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোকসেদ আলী (মটর সাইকেল), মোঃ আইনুল হক (আনারস), আ’লীগের মোঃ মোয়াজ্জেম হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (টেলিফোন), মোঃ রবিউল ইসলাম (চশমা) ও শ্রী নির্মল চন্দ্র সরকার (ঘোড়া)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন সাধারণ পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
৬নং আউলিয়াপুর চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী আাদুজ্জামান (মটর সাইকেল), মোঃ আশরাফুল ইসলাম (আনারস), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক (চশমা), মোঃ ফজলুর রশিদ (ঘোড়া), জাপা’র মোঃ মজিবর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোঃ মোকাদ্দেছুর রহমান (টেলিফোন) ও আ’লীগের মোঃ মোস্তফা কামাল (নৌকা)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৫ জন সাধারণ পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
৭নং উথরাইল চেয়ারম্যান পদে ৭জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আ’লীগের মোঃ আনিসুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রউফ (আনারস), মোঃ জহুরুল ইসলাম (টেলিফোন), মোঃ নাজমুল হক নাজু (অটোরিক্সা), মোঃ মাজেদার রহমান (ঘোড়া), মোঃ রুহুল আমিন (মটর সাইকেল), শ্রী গনেন্দ্র নাথ রায় (চশমা)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১১ জন সাধারণ পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
৮নং শংকরপুর চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী মোঃ আকবর হোসেন (মটর সাইকেল), মোঃ আতাউর রহমান (আনারস), মোঃ আব্দুর রশিদ শাহ্ (অটোরিক্সা), আ’লীগের মোঃ ইসহাক আলী (নৌকা)ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল আলম (চশমা)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১০জন সাধারণ পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
৯নং আস্করপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক (মটর সাইকেল), মোঃ খায়রুল ইসলাম (অটোরিক্সা), আ’লীগের মোঃ মোশারফ হোসেন (নৌকা) ও একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মোছাঃ কামরুন নাহার (চশমা)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন সাধারণ পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
১০নং কমলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন। তারা হলেন আ’লীগের প্রার্থী-মোঃ আহাচান হাবিব (নৌকা), স্বতন্ত্র প্রাথী সাবেক চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান সরকার (চশমা)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৭ জন সাধারণ পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছেন।
উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৯৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ১৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৬৫৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৭ হাজার ৫৩৬ জন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০২২ সালের ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/আরইউ