এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আবারও নতুন করে বাড়ছে করোনা সংক্রমনের হার। এতে মানুষের মাঝে বাড়ছে উদ্বিগ্নতা।
রোববার (৩০ জানুয়ারি ) ফরিদপুর সিভিল সার্জন সুত্রে জানা যায়, ফরিদপুরের পিসিআর ল্যাবে ২৪৯ জনের ও জেলা উপজেলার র্যাপিড এন্টিজেন টেস্ট ৭৮ জনের মোট ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৭৮ জনের। যা ৫৩.২১ শতাংশ।
এ পর্যন্ত ২২ হাজার আটশো ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন যা মোট পরীক্ষার ২৩.৪৩ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ১৫জন। জেলায় মোট মৃত্যু হয়েছে পাঁচশ ৩৮ জনের।
ফরিদপুরের সচেতন মহলের দাবি, সবাই যদি নিজেকে ও তার পরিবারকে ভালোবাসে তাহলে অবশ্যই সবাইকে আত্ন সচেতন হতে হবে এবং করোনা সংক্রান্ত বিধি নিষেধ ও নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে যদি তার ব্যতিক্রম হয় তাহলে করোনার হার সব জায়গায় আশংকা জনক ভাবে বৃদ্ধি পাবে।
এমআই