খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধাইজান নদীর বালু অবৈধভাবে সরবরাহ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যক্তির জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা রহমান।
জানা গেছে, রবিবার সকালে কেশবা গ্রামের ধাইজান নদীর তীরে খননকৃত বালু ট্রলিতে করে নিয়ে ক্রেতার বাড়ীতে নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। পরে বাড়ীর মালিক অবৈধ ভাবে সরকারী বালু ক্রয় করার অপরাধে মাজেদুল ইসলাম নামের (২২) কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। সেখান থেকে গাড়ীর মালিককে না পেয়ে বালুসহ ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান। থানায় গাড়ীর মালিক গাড়ীর জন্য আত্মসমর্পন করে ভুল স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান নৃপেন চন্দ্র রায়কে (৩৬) ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়ী ছেড়ে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান জানান, উপজেলার সকল খননকৃত বালুর পয়েন্টে আমরা অভিযান পরিচালনা করছি। কেউ অবৈধ ভাবে বালু পরিবহন করে থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এমআই