নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসির অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫ তম সিন্ডিকেট এর সভায় এসব বিষয়ে অনুমোদন দেওয়া হয়। সভায় সিন্ডিকেটের সম্মানিত সকল সদস্য উপস্থিত ছিলেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্স নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে অব্যাহত রাখার লক্ষ্যে সর্বমোট ৬৭০ (১০৯ ও ৫৬১) জন নার্সকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৭৫ জন কর্মচারীকে তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে এবং ৫৩৪ জন কর্মচারীকে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এছাড়াও পিএইচডি কোর্স চালু, নিজস্ব প্রেস তৈরি, মাননীয় ভাইস চ্যান্সেলর, সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলরগণ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (হাসপাতাল) মহোদয়ের জন্য আবাসনের ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়ের অনুমোদন দেওয়া হয়।
এমআই