ডিআইইউ প্রতিনিধি, সিরাজাম মুনিরা :
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)'র ব্যাবসায় প্রশাসন বিভাগের প্রবীণ সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান আর নেই।
সোমবার (৩১ জানুয়ারি) ভোর ৫ টায় ডিআইইউ'র এই প্রবীণ অধ্যাপক তাঁর নিজ বাসভবনে ৭০ বছর বয়সে স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন।
অধ্যাপক মোঃ মিজানুর রহমানের পরিবারসূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
তাঁর মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা,বিশ্ববিদ্যালয় প্রশাসনে সহ ডিআইইউ'র সকল শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন এবং কর্মচারী বৃন্দ।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী-শিক্ষক সহ সকল বিভাগের শিক্ষার্থী-শিক্ষক-বিভাগীয় প্রধানরা সহকারী অধ্যাপক মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন-আত্মীয়স্বজন ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিবারের সকলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ব্যাবসায় প্রশাসন সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের প্রতিটি সংগঠন(ডিআইইউ এলিট ইংলিশ ক্লাব,ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব,ডিআইইউ ফার্মেসী ক্লাব,ডিআইইউ সোশিওলজি ক্লাব) আলাদা আলাদা ভাবে শোক প্রকাশ করেছে।
মোঃমিজানুর রহমানের মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এক শোক বার্তায় বলেন, 'মিজানুর রহমান স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রবীণ একজন শিক্ষক। তাঁর অভাব পূরণ করা খুবই কঠিন। তাঁর আদর্শের ছাঁচে গড়ে উঠেছে আমাদের ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। আমরা ডিআইইউ পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।'
সময় জার্নাল/ইএইচ