শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বোয়ালমারী পৌরসভায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৩, ২০২২
বোয়ালমারী পৌরসভায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা

এহসান রানা। ফরিদপুর প্রতিনিধি: অপরাধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌর শহরে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩২টি স্থানে ৬৪টি ক্যামেরা বসানো হবে। এতে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদ করেছেন জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসী।  

বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংকের মোড়ে কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া। এ সময় প্যানেল মেয়র মমিন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী সদানন্দ রায়, কাউন্সিলরবৃন্দসহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, ছাত্রনেতা আশিকুর রহমান উপস্থিত ছিলেন।  

পৌরসভা কার্যালয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই বোয়ালমারী পৌরসভাকে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বাসানোর দাবি জানাচ্ছিল পৌরবাসী। সেই দাবির প্রেক্ষিতে প্রথম পর্যায়ে ২০২১-২২ অর্থবছরের টেস্টরিলিপ প্রকল্পের (টি,আর) সাড়ে ৪ লাখ ও ব্যবসায়িদের দুই লাখ টাকা ব্যয়ে পৌরসভায় ৬৪টি সিসি ক্যামেরা বসানোর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এ কাজ শেষ হবে। 

পৌর বাজারের ব্যবসায়ি ফারুক খান বলেন, পৌর শহরের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় এই সিসি ক্যামেরা উপকারে আসবে। তাছাড়া পুলিশ এই সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ে করলে যানজটসহ অনেক অপরাধ কমে আসবে। 

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর শহরে কোন অনাকাঙ্খীত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুজে বের করতে পারবে। 

বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া জানান, গত ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরবাসীকে সকল ধরণের নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যেই বাজার এলাকা যানজট নিরাসনে গোলবার বসানো হয়েছে। যাতে সকাল ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্তু বড় যানবাহন ঢুকতে পারবে না। 

তিনি আরও জানান, সুপিয় পানির জন্য পৌর এলাকায় গভীর নলকূপের কাজ চলছে। এছাড়া আজ বৃহস্পতিবার থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ ৩২টি স্পটে ৬৪টি সিসি ক্যামেরার কাজ শুরু হয়েছে। থানা ও পৌরসভায় দুইটি মনিটর থাকবে। সিসি ক্যামেরা বসানোর কারণে বাজার এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে। এতে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ অনেকটাই কমে যাবে আশা করছি।  

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল