হিলি প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ট্রন্সফারমার চোরের মূল হোতা শাহজান আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে শাহজান আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নবাবগঞ্জ থানা পুলিশ। আটককৃত শাজাহান উপজেলার হরিপুর এলাকার সফিজ উদ্দিনের ছেলে।
পুশি জানায়, সে দীর্ঘদিনধরে পুলিশের গ্রেফতার এড়িয়ে সংঘবদ্ধ হয়ে রংপুর, গাইবান্ধা, বগুড়াসহ জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফার্মার চুরি করে বেড়াতো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈদ্যুতিক ট্রান্সফার্মার চুরির সাতটি মামলা রয়েছে। এদিকে শাহজান আলীর দেয়া তথ্য মতে চোরাইকৃত ট্রান্সফার্মার ও ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইন-চার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাজান আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে উত্তরবঙ্গের একটি সক্রিয় ট্রান্সফরমার চোর চক্রের প্রধান। তার দলের অনেক সদস্য ইতোপূর্বে ধরা পড়লেও এই শাহজাহান আলী অরফে বাবু সুকৌশলে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকতো। জব্দকৃত মালামাল সহ আসামী শাহাজান আলী অরফে বাবুকে আজ বৃহস্পতিবার দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/আরইউ