এম.পলাশ শরীফ। বাগেরহাট প্রতিনিধি: জেলার মোরেলগঞ্জ পল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ১টি দোতলা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, স্বর্ণাঙ্কারসহ পুরো ঘরটি পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের বড়জামুয়া গ্রামে।
বসতঘরটি পুড়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন আ.খালেক খানের ছেলে আজিম খান, মিলন খান, ইয়াসিন খান, ইমরান খান ও নাসির খান। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারটি।
পরিবারটি জানায়, আমরা পাঁচ ভাই এ ঘরটিতে পরিবার-পরিজন নিয়ে থাকতাম। বুধবার রাত ৩টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়।
তারা আরও জানায়, আগুনে আমাদের নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণাঙ্কার, আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেছে আমাদের।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ক্ষতিগ্রস্ত ৫ ভাইয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দেয়া ৫ বস্তা শুকনো খাবার, ২ বান ঢেউ টিন ও ১০ টি কম্বল দেওয়া হয়েছে।
সময় জার্নাল/আরইউ