বিনোদন ডেস্কঃ
বর্তমানে বলিউডের চেয়ে হলিউডেই বেশি মনোযোগী হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরইমধ্যে বেশ কয়েকটি হলিউড সিনেমায় অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় এবার আরও একটিতে চুক্তিবদ্ধ হলেন তিনি।
‘এন্ডিং থিংস’ শিরোনামের এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত অভিনেতা অ্যাম্হনি ম্যাকি। নির্মাতা কেভিন সুলিভান পরিচালিত এই সিনেমাটিতে পুরো অ্যাকশন চরিত্রে দেখা যাবে তাদের।
জানা গেছে, সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরনের অ্যাকশন-কমেডি ‘ট্রু লাইজ’-এর মতো হতে যাচ্ছে। সিনেমাটি একজন হিট-মহিলাকে ঘিরে আবর্তিত হবে। এটি প্রযোজনা করছে ডেভিস এন্টারটেইনমেন্ট, লিট এন্টারটেইনমেন্ট ইন্সপায়ার এন্টারটেইনমেন্ট ও ম্যাকিস মেক ইট উইথ গ্রেভি প্রোডাকশন।
ক’দিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাটি। এছাড়া তার হাতে রয়েছে বেশ কয়েকটি বলিউড ও হলিউড সিনেমা।
এমআই