সময় জার্নাল রিপোর্ট। রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে। বৃষ্টি আরও দুই থেকে তিন দিন থাকতে পারে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি তিন দিন পর কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সেসঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগের তাড়াশে ১৭ মিলিমিটার। এছাড়া বদলগাছিতে ১১, দিনাজপুরে ৭.২, ঈশ্বরদীতে ৬, টাঙ্গাইলে ৪, চুয়াডাঙ্গা, নেত্রকোনা ও নিকলিতে ২ এবং সৈয়দপুর, খুলনা, রাজশাহী ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সময় জার্নাল/আরইউ