সময় জার্নাল ডেস্ক। ছুটির দিনে দুপুর গড়িয়ে রাতভর টিপটপ বৃষ্টি ঝরেছে গতকাল। কখনো ঝরেছে অঝরধারায়। মাঘের শেষ সময়ে আকাশের এমন আচরণ খুব কমই দেখেছেন দেশের মানুষ। জরুরি কাজে গতকাল যারা ঘরের বাইরে বেরিয়েছিলেন, বৃষ্টির ফোঁটা আর কনকনে ঠান্ডায় কাবু হতে হয়েছে তাদের।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবারও (৫ ফেব্রুয়ারি) সকালের দিকে বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে বৃষ্টি কমে বিকেল নাগাদ মেঘ সরে যেতে পারে। বৃষ্টি কমে এলেও আজ রাত থেকে দেশের বেশির ভাগ এলাকায় আবারও শীত জেঁকে বসতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকবে। রবিবার থেকে শৈত্যপ্রবাহ আবার শুরু হতে পারে। উত্তরাঞ্চল দিয়ে শুরু হওয়া শৈত্যপ্রবাহ ধীরে ধীরে আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, দেশের আকাশে মেঘ বেড়ে যাওয়ায় বৃষ্টি বেড়েছে। তবে আজ শনিবার থেকে বৃষ্টি কমে গিয়ে শীত আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে শীত বেড়ে ধীরে ধীরে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সময় জার্নাল/আরইউ