অনুপম মল্লিক আদিত্য। জবি : সচরাচর দেবী সরস্বতীর মূর্তির মধ্যে বৈচিত্রতা আসলেও এই প্রথম দেবীর বাহন বীণায় বৈচিত্রতা নিয়ে আসলো রাজনগর উপজেলার মুন্সীবাজারের "বাণী বন্দনা সংঘ"।
দীর্ঘ চল্লিশ ফুট উচ্চতাবিশিষ্ট এই বীণাটি নির্মিত হয়েছে সম্পূর্ণ কর্কশিট দিয়ে। কর্কশিটের ওপর নান্দনিক সব কারুকাজ দিয়ে প্রস্তুত করা হয় এটি।
এবছর সরস্বতী পূজা উপলক্ষে এমন আয়োজন করে সংঘটি। এছাড়াও দিনভর ছিলো নানান ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আমেজ।
ধর্মীয় গান, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠানসহ ছিলো শিশু-কিশোরদের জন্য নানান ধরণের প্রতিযোগিতামূলক ক্রীড়ানুষ্ঠান।
আকর্ষণীয় এ বীণার নির্মাতা রঞ্জু দাস বলেন, এটি অনেকটা ব্যতিক্রমী প্রচেষ্টা ছিলো। বৃষ্টির সাথে ঝড়ো বাতাস কাজটিকে আরও কষ্টসাধ্য করে তুলে। সকলের সার্বিক প্রচেষ্টায় অবশেষে আমরা কাজটিতে সফলতা পাই।
সময় জার্নাল/আরইউ