ওয়াজেদুল হক, মেহেরপুর প্রতিনিধি: নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রমাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান। সভাপতিত্ব করেন করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব
ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমদ, জুনিয়রর লাইব্রেরিয়ান এমদাদুল হক প্রমূখ।
আলোচনা সভা শেষে “সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার” এর উপরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন, মেহেরপুর সরাকরী কলেজের সহযোগী অধ্যাপক ও লেখক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম।
এমআই