নিজস্ব প্রতিবেদক: আজ জাতীয় গ্রন্থাগার দিবস। ‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্য সামনে রেখে চৌদ্দগ্রাম বিলকিছ আলম পাঠাগার পালন করে দিবসটি।
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের জন্য গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইমরান মাহফুজের সভাপতিত্বে প্রাবন্ধিক আবদুল্যাহ আল মাসুদ, কবি ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, চৌদ্দগ্রাম মডেল কলেজের প্রভাষক শাকিল মাহমুদ, ইয়াসিন পাটোয়ারী, ছাত্রনেতা মো সায়েম, শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, বই মানুষকে নানান অজানা অচেনা অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। গ্রন্থাগার সমাজকে আলোকিত করতে ভূমিকা রাখে। সবাকে এইসব প্রতিষ্ঠানের সাথে রাখার অনুরোধ।
অনুষ্ঠানের মধ্যখানে কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান জুম মিটিং এ যুক্ত হয়ে দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন। পাঠাগারের গল্প ছড়িয়ে দেয়ার আহবান জানান।
এমআই