আন্তর্জাতিক ডেস্ক। মরক্কোর শিশু রায়ানকে বাঁচানো গেল না। গত মঙ্গলবার ১০৪ ফুট গভীর কূপে আটকে পড়ে যায় শিশুটি। এরপর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শিশুটির নিথর দেহ কূপ থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।
দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছন। খবর রয়টার্সের।
রায়ান কূপে পড়ে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা থেকেই উদ্ধার তত্পরতা চলে। তবে বেশ বাধার মুখে পড়েছেন উদ্ধারকারীরা। কূপের মুখ দিয়ে প্রবেশ করে শিশুটির কাছে পৌঁছানোর উপায় ছিল না। কারণ, মাটিতে পাথর ও বালুর সংমিশ্রণ। এর ফলে কূপের সংকীর্ণ মুখে খোঁড়াখুঁড়ি বিপজ্জনক হয়ে ওঠে। যেকোনো সময় ধসের জেরে ঘটে যেতে পারত বড় ধরনের বিপত্তি।
রায়ানের মৃত্যুর ঘটনায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
সময় জার্নাল/আরইউ