এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় মানব পাচার চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার কাইচাইল ইউনিয়নের ছোট নাউডুবি গ্রামের মৃত মানিক মাতুব্বরের ছেলে হান্নান মাতুব্বর (৫৫), ও তার পুত্র তুহিন মাতুব্বর (২৬)।
উল্লেখ্য, ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে মঈন মাতুব্বর ওরফে ফয়সাল (১৮), ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (১৯) ও মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২) কে গত ১৭ ডিসেম্বর ইতালির উদ্দেশ্যে পাচার চক্রের সদস্যরা বিমান যোগে লিবিয়া পাঠায়। পরে সেখান থেকে ২৭ জানুয়ারী ইতালির উদ্দেশ্যে সাগর পথে রওনা হলে গত ৮ দিন ধরে তাদের কোনো খোজ মিলছে না।
এতে আশংকাজনক অবস্থায় ছেলের সন্ধান চেয়ে ফারুক মাতুব্বর বাদি হয়ে, ১০ জনকে আসামি করে শনিবার (৫ ফেব্রুয়ারি) নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে করে ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
এমআই