মুহাঃ জিল্লুর রহমান, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারী সহ আরো চার জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ ফেব্রুয়ারি তাদের মৃত্যু হয়।
এনিয়ে জেলায় ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন
মোট ৮১২ জন।
করোনা উপসর্গে মৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কুশখারী গ্রামের ইসহাক আলী গাজীর ছেলে নুর ইসলাম গাজী (৫০), একই উপজেলার হঠাৎগঞ্জ গ্রামের হামজের সরদারের ছেলে নিজাম উদ্দিন (৪৫), আলীপুর গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৬০) ও
কালিগঞ্জ উপজেলা পূর্বপরানপুর গ্রামের মৃত কানাই লালের ছেলে সাধন কুমার (৬৯) ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৮ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন সময় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ ফেব্রুয়ারি ভোর রাত সোয়া ১২টা থেকে বেলা ৩টার মধ্যে বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।
এমআই