জোৎস্নায় এসো এলো চুলে
সে দিন তুমি সেলোয়ার-কামিজ পড়বে,
চোখের পাপড়িতে দেবে মাসকারা,
পাতায় দেবে আইশ্যাডো,
ভ্রুতে দেবে টুকটুকে কালো রঙ,
ঠোঁটে দেবে লাল লিপস্টিক,
চাইলে হাতে মেহেদিও দিতে পারো।
তোমায় মুঠোভরে বেলীফুল দেব,
বৃষ্টিবেলায় তুমি জল বিলাসে আসবে বলে
চোখের কোণে আমি রেখে দেব তোমায়
বরণ করা চোখ টিপ!
চোখে চোখ রেখে সেদিনই হবে আমাদের প্রেম,
গৌধূলির রঙ দেব,
জোৎস্নায় তুমি এলো চুলে
তারায় মেলিবে দু'চোখ,
আমাদের এমন যাবে বৃদ্ধ বেলায়ও!
সবুজ আঙিনায় তুমি মনে ভরে নিঃশ্বাস ছাড়তে পারো,
বাঁধা নেই আমার বুকেও ছাড়তে,
একদম পাড়ার রজনীগন্ধাকেও বলে দিয়েছি,
তোমাকে দেখলেই যেন ফুটে উঠে শত আনন্দ নিয়ে।
আমাদের বেলা গড়াবে রাত অব্দি,
বাড়ির নারকেল তলায়,
ওপারে তালগাছ পেরিয়ে সুপারি গাছো আছে,
যে সুপোরিতে পান চিপায় আমাদের মুরব্বিরা।
লেখক: সাংবাদিক ও সমাজকর্মী।