আদালত ডেস্ক। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক এরিকো নাকানোর দুই মেয়েকে নিয়ে তাদের মায়ের পক্ষে করা আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ঠিক করেছেন আদালত।
এছাড়া আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই দুই শিশু তাদের মায়ের কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। জাপানি মায়ের পক্ষে আদালতে আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
সময় জার্নাল/আরইউ